হোম > জাতীয়

নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার

আমার দেশ অনলাইন

ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে হেনস্তার শিকার হয়েছেন । তিনি সেখানে বিক্ষোভকারীদের দেয়া আগুনে আটকাপড়াদের অবস্থা দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে।

নূরুল কবীর সম্পাদক পরিষদের সভাপতির সভাপতির দায়িত্ব পালন করছেন ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, এ সময় হামলাকারীদের একটি দল নূরুল কবীরকে ঘিরে জটলা তৈরি করে আওয়ামী লীগের দালাল বলে চিৎকার শুরু করে। কয়েক দফায় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয় এবং তাকে হেনস্থা করা হয়। ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

পরে এনসিপির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরুল কবীরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর শাহবাগ থেকে একদল লোক কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর তারা দ্য ডেইলি স্টার অফিসে গিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় ভেতরে আটকে পড়েন পত্রিকাটির ৩০ জন সংবাদকর্মী। তাঁদের উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি দেখতে যান নূরুল কবীর।

স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে নূরুল কবীরের সাহসী ভূমিকা স্মরণ করে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিন্দা জানিয়েছেন।

যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি

হাদির হত্যা দেশ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্ত

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলায় ডিআরইউ’র নিন্দা

ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ৫১

হাদির মৃত্যু: কারণ অনুসন্ধানে তদন্তের আহ্বান জাতিসংঘের

হাদিকে নিয়ে আলজাজিরার প্রতিবেদনে যা বলা হলো

ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন

শহীদ ওসমান হাদি হত্যায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ ও প্রতিবাদ

দুই পত্রিকা অফিসে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ