হোম > জাতীয়

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে কারাবন্দি ৫৬ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একই সঙ্গে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস।

মানববন্ধনে তিনি বলেন, ‘এনইআইআর বাস্তবায়নের নামে নেওয়া সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ফোন ব্যবসায়ী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে বহু ব্যবসায়ীকে হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে ৫৬ জন কারাবন্দি মোবাইল ফোন ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

সংগঠনটির অন্য নেতারা বলেন, গত ৩০ দিনের বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলন ও দোকান বন্ধ কর্মসূচির কারণে মোবাইল ফোন খাতে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রায় ২১ দিন শোরুম সম্পূর্ণ বন্ধ থাকায় হাজার হাজার কর্মচারী বেতন পাননি, অনেক ব্যবসায়ী দোকান ভাড়া ও ব্যাংক ঋণের কিস্তি দিতে পারেননি এবং শিক্ষার্থীদের বেতন পরিশোধ করাও সম্ভব হয়নি।

তারা আরো বলেন, সামগ্রিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন বিবেচনায় মোবাইল ফোন বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের চলমান দোকান বন্ধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়। আগামী ২২ জানুয়ারি সারা দেশে সব মোবাইল শোরুম পুনরায় খোলা থাকবে।

তবে তারা অভিযোগ করেন, এনইআইআরের নামে একটি নির্দিষ্ট সিন্ডিকেট একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ কারণে ওই সিন্ডিকেটের পণ্য বিক্রি বন্ধ রাখার কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সোহেলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শতাধিক মোবাইল ফোন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজে প্রমাণ করতে হবে

ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি দেওয়ার নির্দেশ ডিএনসিসির

জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করছেন কিনা, ব্যাখ্যা দেন

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়

৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে: ফারুক-ই-আজম

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত ১১ প্রস্তাব অনুমোদন

ঢাকায় বাড়িভাড়া নিয়ে সুখবর