হোম > জাতীয়

বাংলাদেশ সাবমেরিন কেবলসের রাজস্ব ও মুনাফা বৃদ্ধি

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর বোর্ড অব ডাইরেক্টরস ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব দাঁড়িয়েছে ১২২.৫৮ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৯৬.৮৯ কোটি টাকা। কর পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৮.৫৮ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৪৭.৫৬ কোটি টাকা।

একইভাবে, প্রতি শেয়ার মৌলিক আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩.৬৭ টাকা (গত বছর ২.৫৪ টাকা) এবং ডিলিউটেড ইপিএস হয়েছে ৩.৩১ টাকা (গত বছর ২.৩৩ টাকা)। নিট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২.৪৭ টাকা (গত বছর ১.৭১ টাকা)।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১,৭৭০.৪৬ কোটি টাকা, যা ৩০ জুন ছিল ১,৭০১.৮৪ কোটি টাকা। নেট অ্যাসেট ভ্যালু প্রতি শেয়ার (এনএভিপিএস) বেড়ে হয়েছে ৯৪.৬৬ টাকা (পূর্ববর্তী ৯০.৯৯ টাকা)।

আয় বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার যথেষ্ট প্রচেষ্টা এবং সরকারি নীতির ইতিবাচক প্রভাব। প্রতি শেয়ার আয় বৃদ্ধি ঘটেছে ব্যবসায়িক কার্যক্রমের স্বাভাবিক গতিতে আয় ও অন্যান্য আয় বৃদ্ধির ফলে।

ডিলিউটেড প্রতি শেয়ার আয় হিসাবকৃতে 'তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন' প্রকল্প বাস্তবায়নে সরকারি ইক্যুইটি বিনিয়োগজনিত সম্ভাব্য শেয়ার বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলসের মার্কেটিং ও সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. আরিফুল হক আমার দেশকে বলেন, আমরা গ্রাহকদের চাহিদা বুঝে তাদের জন্য নতুন ও উদ্ভাবনী পণ্য তৈরির পাশাপাশি নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলেছি। এই দুটি বিষয়ই আমাদের বিক্রয় বৃদ্ধি ও কোম্পানির সামগ্রিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের