সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সেলিম মাহমুদের বিরুদ্ধে নানারকম দুর্নীতি, অনিয়ম এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সেলিম মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে এবং দুদক জানতে পেরেছে যে তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন। এ কারণে দুদক আদালতে আবেদন করলে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।