হোম > জাতীয়

শাহজালালে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা মামলা করিনি। আমরা জিডি করছি থানায়।”

গত ২৮ শে অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি। জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন তিনি। একইসাথে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানানো হয়।

খোঁয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।

বোয়িংয়ের পর এয়ারবাসের জন্য ডিপ্লোম্যাটিক লবিং

মেডিকেল শিক্ষকদের জন্য সুখবর

অর্থ আত্মসাতের মামলায় সাবেক কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

আরপিওতে বড় পরিবর্তন, যোগ হলো যেসব নতুন বিধান

নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ, দুদকের মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ইউএনও’র ডিএনএ টেস্টের সিদ্ধান্ত

দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা-উসকানিমূলক প্রচারণা চালালে ব্যবস্থা

দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ