হোম > জাতীয়

আবুল সরকারের বিচারসহ তিন দফা দাবি শাহবাগ বিরোধী ঐক্যের

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জে "ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি" এর বিরুদ্ধে কটূক্তিকারী বাউল আবুল সরকারের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারসহ সরকারের কাছে তিন দফা দাবি করেছে শাহবাগ বিরোধী ঐক্য।

মঙ্গলবার আবুল সরকারের বিচার চেয়ে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে শাহবাগ বিরোধী ঐক্যের মুখপাত্র আকতার ইবনে ওয়াহাব বলেন, জাতির গভীর উদ্বেগের মাঝে আমরা লক্ষ করছি, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালা গানের নামে তথাকথিত বাউল শিল্পী আবুল সরকার অত্যন্ত জঘন্য ও ধৃষ্টতাপূর্ণভাবে "ইসলাম ধর্ম, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি"-এর বিরুদ্ধে চরম আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করে সমগ্র মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। শাহবাগ বিরোধী ঐক্যর পক্ষ থেকে এই নাস্তিক্যবাদী বাউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি।ধর্ম অবমাননা বরদাশত নয়: স্বাধীন বাংলাদেশে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শিল্পীসত্তার আড়ালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, আবুল সরকারের এই কাজ বাকস্বাধীনতার নামে চরম অসভ্যতা এবং উগ্র নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নের অপপ্রয়াস। আইনের কঠোর প্রয়োগ চাই: আমরা অবিলম্বে সরকারকে নিম্নোক্ত দাবিগুলো পূরণের জন্য সরকারের নিকট আহবান জানাচ্ছি-

১/ গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

২/ দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ ধারায় তাকে অভিযুক্ত করে, ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩/ যারা এই ধরনের উসকানিমূলক কার্যক্রমকে অর্থ ও আশ্রয় দিয়ে থাকে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ধর্মপ্রাণ জনতার পাশে শাহবাগ বিরোধী ঐক্য সব সময় থাকবে। আমরা দেশের আপামর ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বিচারের দাবিতে জনগণের যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পাশে শাহবাগ বিরোধী ঐক্য সর্বদা ইস্পাতকঠিন অবস্থানে থাকবে। সরকার যদি এই ইস্যুটি গুরুত্ব সহকারে না দেখে কালক্ষেপণ করে, তবে শাহবাগ বিরোধী ঐক্য দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতার সঙ্গে নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।

চৌধুরী মঈনুদ্দিনের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমাপ্রার্থনা, বিপুল অর্থ ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের গবেষণা কনফারেন্সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আহ্বান রাব্বানীর

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতের

কড়াইল বস্তিতে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণের দাবি

অশুভ শক্তির বিকাশরোধে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন টিআইবির

ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চান ফয়েজ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের বাজেট দ্বিগুণ বৃদ্ধি করার আহ্বান

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট