হোম > জাতীয়

আগামী নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার বিকল্প নেই

অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের বিবৃতি

স্টাফ রিপোর্টার

অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের নেতারা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে প্রশাসনিক কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে সৎ, নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের বিকল্প নেই।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন—বিশেষত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা—উপমহাদেশের অভিজ্ঞতা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিগত তিনটি জাতীয় নির্বাচনে তাঁদের কার্যক্রম পেশাদারিত্ব, নিয়মনীতি ও ন্যূনতম প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ফোরামের সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সচিব ড. মো. শরিফুল আলম বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন একটি সমন্বিত জাতীয় প্রক্রিয়া, যেখানে বহু প্রতিষ্ঠান ও পক্ষ যুক্ত থাকে। তবুও নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে বিভিন্ন মহলের অসন্তোষ জনগণের সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতারই স্বাভাবিক প্রতিফলন। এর পেছনে তৎকালীন সরকারের অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজয় নিশ্চিত করার প্রবণতা মূলত দায়ী।

তারা আরও বলেন, জাতির প্রত্যাশা, নির্বাচন আয়োজনের গুরুত্ব এবং প্রশাসনিক দায়িত্বের মর্যাদা বিবেচনায় আমরা দৃঢ়ভাবে আশা করি, সংশ্লিষ্ট কর্মকর্তারা অতীতের সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন। এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শক্ত অবস্থান ও কার্যকর তদারকি অত্যন্ত প্রয়োজন। যদিও অতীত অভিজ্ঞতায় নানা প্রশ্ন রয়েছে, তবুও প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর ওপর ভর করেই এই নির্বাচন পরিচালিত হওয়াই বাস্তবসম্মত। কোনো অপ্রয়োজনীয় ‘হাইব্রিড মডেল’ প্রয়োগ নির্বাচনী প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তায় ফেলতে পারে।

ফোরামের নেতারা বলেন, যারা নিরপেক্ষতা রক্ষা করতে ব্যর্থ হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি—এখন আর দায়িত্ব অবহেলার সুযোগ নেই। অতীতে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থেকে বের হয়ে নিজেদের পেশাগত সুনাম পুনর্গঠনের এটিই একটি সুযোগ।

এসআর

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভূমিকম্পে নরসিংদী জেলায় যত ক্ষয়ক্ষতি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

প্রধান উপদেষ্টার সহধর্মিণীর খোঁজ-খবর নিলেন খালেদা জিয়া

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় প্রস্তুত থাকতে হবে

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে