হোম > জাতীয়

সচিবালয়কে আ.লীগের অফিস বানিয়েছিলেন ২৬ সচিব

আমার দেশ অনলাইন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতবছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী সরকার ক্ষমতা হারায়। হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে শুধু দলের লোক নয়; গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারি আমলারা।

দেশের প্রশাসনকে চরমভাবে বিতর্কিত এবং সচিবালয়কে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন প্রায় ২৬ জন সচিব। তারা এখন কেউ পলাতক কিংবা কারাগারে আছেন। এদের সহযোগিতায় মূলত শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছে।

এরা হলেন-(১) আবুল কালাম আজাদ, মুখ্যসচিব, (এমপি), (বর্তমানে কারাগারে)। (২) নজিবুর রহমান, মুখ্যসচিব, (বর্তমানে কারাগারে)। (৩) কামাল আব্দুল নাসের চৌধুরী, মুখ্যসচিব, (বর্তমানে কারাগারে)। (৪) কায়কাউস রানা, মুখ্যসচিব, (বর্তমানে যুক্তরাষ্ট্রে)। (৫) তোফাজ্জল হোসেন মিয়া, মুখ্যসচিব, (বর্তমানে পলাতক)। (৬) সাজ্জাদুল হাসান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের ভাই), (বর্তমানে পলাতক)। (৭) মো. সোহরাব হোসাইন, সচিব, পিএসসি চেয়ারম্যান, (বর্তমানে পলাতক)। (৮) হেলাল উদ্দিন আহমেদ, সচিব, (বর্তমানে কারাগারে)। (৯) খন্দকার আনোয়ারুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব, (বর্তমানে পলাতক)। (১০) ইকবাল মাহমুদ, সচিব/দুদক চেয়ারম্যান, (বর্তমানে অস্ট্রেলিয়া পলাতক)।

(১১) কাজী আমিনুর রহমান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, (বর্তমানে অস্ট্রেলিয়া পলাতক)। (১২) কবির বিন আনোয়ার অপু, মন্ত্রিপরিষদ সচিব, (বর্তমানে পলাতক)। (১৩) জাহাংগীর আলম, নির্বাচন কমিশনার সচিব, স্বরাষ্ট্র সচিব, (বর্তমানে আটক)। (১৪) জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা সচিব, (বর্তমানে পলাতক)। (১৫) মেজবাহউদ্দিন, সচিব, সেক্রেটারি অফিসার্স ক্লাব, (বর্তমানে কারাগারে)। (১৬) মোহাম্মদ সাদিক এমপি/সচিব/পিএসসি চেয়ারম্যান, (বর্তমানে পলাতক)। (১৭) সালাহউদ্দিন, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, চাকরিচ্যুত, (বর্তমানে পলাতক)। (১৮) খাইরুল ইসলাম মান্না, সচিব/সদস্য (চুক্তি) বিআইডিএ, (বর্তমানে পলাতক)। (১৯) জুয়েনা আজিজ, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, (বর্তমানে পলাতক)। (২০) এমএএন সিদ্দিক, সচিব ও পিডি মেট্রোরেল, (২১) খলিলুর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ, সদস্য পিএসসি, (২২) খন্দকার শওকত হোসেন, সচিব, গণপূর্ত মন্ত্রণালয়, (শেখ কবির হোসেনের বেয়াই), (২৩) মোস্তফা কামাল, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় (বর্তমানে পলাতক), ওএসডি ও সভাপতি বিএএসএ, (২৪) এম আলম, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয় ও মহাসচিব বিএএসএ, (বর্তমানে পলাতক)। (২৫) হারুন অর রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, (বর্তমানে পলাতক), দুদক মামলা করেছে। (২৬) আবু হেনা মোরশেদ জামান (৫৬৩৯), সচিব, স্থানীয় সরকার বিভাগ, (বাধ্যতামূলক অবসরে)।

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়

৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে: ফারুক-ই-আজম

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত ১১ প্রস্তাব অনুমোদন

ঢাকায় বাড়িভাড়া নিয়ে সুখবর

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম