হোম > জাতীয়

শাহজালালে ৪ যাত্রীর কাছ থেকে ১০২ ফোন আটক

স্টাফ রিপোর্টার

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার জনের কাছ থেকে ১০২ টি ফোন আটক করেছ বিমানবন্দর কাস্টমস এবং বিমান পরিবহন নিরাপত্তা (এ্যাভসেক) বাহিনীর সদস্যরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি -১৪৮ দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকা অবতরণ করলে, যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখে কাস্টমস এবং এ্যাভসেক সদস্যরা।

বিমানবন্দরের ‘গ্রীন চ্যানেল’ তথা কাস্টমস ক্লিয়ারেন্স এলাকা অতিক্রম করার সময় তল্লাশী করে ৪ জন মহিলা যাত্রীর কাছ থেকে ৩৫ টি আইফোন ১৭ প্র-ম্যাক্স, ৫৫ টি আইফোন ফিফটিন এবং ১২ টি গুগল পিক্সেলসহ মোট ১০২ টি মোবাইল পান নিরাপত্ত কর্মীরা। পরবর্তীতে যাত্রীরা ফোনগুলো সম্পর্কে কোনো তথ্য না দিতে পারলে বিমানবন্দর কাস্টমস ৯৮ টি মোবাইল ফোন জব্দ করেন। আটকৃত ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা ।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকে। বিশেষত যেসব বিমান দুবাইয়ের শারজাহ থেকে ঢাকায় আসে, সেসব বিমানেই চোরাচালান বেশি হয়ে থাকে। বিভিন্ন সময় বিমানবন্দরের কাষ্টমস ও অন্য সংস্থা এদেরকে ধরতে পারলেও, অনেক সময়ই তাদের ধরা সম্ভব হয় না। কেননা চোরাকারবারি প্রতিনিয়তই তাদের কৌশল পরিবর্তন করে। দুবাই, শারজাহর যে সব বিমান চট্রগাম হয়ে আসে, সেসব বিমানে চোরাকারবারিরা চট্রগাম থেকে তাদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যেই কৌশলে স্বর্ণ, মোবইল হস্তান্তর করে থাকে।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের