হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান দূতাবাসের শোক প্রকাশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জার্মান দূতাবাস জানিয়েছে, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জার্মানি কয়েক দশক ধরে তার সঙ্গে সম্পৃক্ততার স্মৃতিও স্মরণ করেছে। এর মধ্যে রয়েছে ২০০৪ সালে ঢাকায় তৎকালীন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সঙ্গে তার সাক্ষাৎ এবং ২০১১ সালে বেগম জিয়ার রাষ্ট্রীয় সফরের সময় জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে বৈঠক। এছাড়াও, তিনি জ্যেষ্ঠ জার্মান প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করতেন।

জার্মান দূতাবাস এই মর্মান্তিক মুহূর্তে তার জাতীয় জীবনে অবদানকে সম্মান জানিয়ে তার পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এসআর

খালেদা জিয়ার মৃত্যুতে ইরানী দূতাবাসের শোকবার্তা

খালেদা জিয়া ছিলেন সাহসী দেশপ্রেমিক মুসলিম নারী: হেফাজতে ইসলাম

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য

ঢাবি কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়: প্রেস সচিব

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

খালেদা জিয়ার সময়ে ইরানের সাথে সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছিল