ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোটগ্রহণের দুইদিন পরও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামানোর বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে জানায় ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
এতে বলা হয়—নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানা এলাকায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি বাস্তবায়ন করবেন।
এছাড়া, আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে প্রতি উপজেলা-থানায় কমপক্ষে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।