জানালেন ইসি মো. সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, এজন্য ‘কিউআর কোড’ এর ব্যবস্থা রাখছে কমিশন।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, দেশে ইতিহাসে এবার ভিন্ন মাত্রার নির্বাচন হবে। বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে।
তিনি আরো বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনেরও বিকল্প নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, গণভোটের ৪টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুয়োগ নেই, হ্যাঁ বা না ভোট দিতে হবে।