হোম > জাতীয়

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত

বিশেষ প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত। বাকি দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের। আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায়, সিমটি সেই ব্যক্তির নয়। আমরা চেষ্টা করছি, জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ৭টি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

নভেম্বরেই ক্যাবিনেটে উঠছে ‘ওয়ান হাউজ ওয়ান মিডিয়া’ পলিসি

নির্বাচনের আগে ব্যক্তি পর্যায়ে মোবাইল সিমের সংখ্যা কমিয়ে আনা হবে

ক্ষমতা ছাড়ার আগেই যা যা করে যেতে চান মাহফুজ আলম

জানা গেল মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয়

জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করা হবে : ভূমি সচিব

নভেম্বরের শেষে ক্যাবিনেট মিটিং ক্লোজ: তথ্য উপদেষ্টা

বই মেলা হবে কী হবে না, যা জানালেন প্রেস সচিব

বিজিবিতে আরও ২ হাজার ২৫৮ পদ সৃষ্টির অনুমোদন

সাড়ে ৩ হাজার ডাক্তার নিয়োগ চূড়ান্তের পথে: স্বাস্থ্য উপদেষ্টা

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের কাজ কী