হোম > জাতীয়

আমার দেশ’র বিরুদ্ধে ৭১ টিভি মালিকের মামলা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

আমার দেশ-এর বিরুদ্ধে করা মামলা স্বেচ্ছায় প্রত্যাহার করেছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। গতকাল সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ ফেরদৌসি বেগমের আদালতে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের আবেদনটি আমলে নিয়ে মামলাটির প্রত্যাহারের আদেশ দেয় আদালত।

সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী মোমিন হোসেন বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা প্রত্যাহারে আবেদন মঞ্জুর করে।

মামলা প্রত্যাহারে আবেদনে মেঘনা গ্রুপের আইনজীবী আদালতে বলেন, এ মামলায় বিরোধী বিষয় নিয়ে বাদী ও বিবাদীরা আদালতের বাইরে নিজেরাই মীমাংসা করে নেওয়ায় মামলাটি আর পরিচালনার আবশ্যকতা নেই।

এর আগে গত ২১ এপ্রিল আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির আরো চার সাংবাদিকের বিরুদ্ধে করে মামলা করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। মামলায় অন্য বিবাদীরা হলেন- আমার দেশ-এর বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইন।

আমার দেশ-এ প্রকাশিত এক সংবাদে শুল্ক গোয়েন্দার তথ্য সূত্র উল্লেখ্য করে বাংলাদেশ থেকে মেঘনা গ্রুপের এক লাখ কোটি টাকা বিদেশে পাচারের চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছিল। এর পরপরই মেঘনা গ্রুপ আমার দেশের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছিল, আমার দেশে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে মেঘনা গ্রুপের প্রাতিষ্ঠানিক মান-সম্মান ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়েছিল।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা