হোম > জাতীয়

যুব সমাজ একত্রিত হলে কোনো বাধাই থামাতে পারবেনা

অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা

আমার দেশ অনলাইন

নতুন বাংলাদেশ গড়তে আজকের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যখন কোন সময় দেশের যুব সমাজ একত্রিত হয় তখন কোনো বাধাই তাদের থামাতে পারেনা।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলার যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আমাদের যুব সমাজরা শুধু নিজস্ব উদ্যোগেই সীমাবদ্ধ নয়, তারা টেকসই, রিসাইক্লিন, কৃষি ও ডিজিটাল সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুদান প্রাপ্ত যুব সংগঠকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রাপ্ত অনুদানের অর্থ কাজে লাগানোর মাধ্যমে এ দেশের সামাজিক উন্নয়নে যুব সমাজ ব্যাপক ভূমিকা রাখবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জোবায়ের আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিবাগের অধ্যাপক নাসরিন সুলতানা ও সংগঠক ডা: মামুনুর রশীদ।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভূক্ত প্রায় ২৪ হাজার যুব সংগঠন রয়েছে। তাদের মধ্যে বাছাই করে ১ হাজার ৫০টি সংগঠনকে মোট ৫ কোটি ৪১ লাখ টাকা যুব কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান বিতরন করা হয়। এখানে ৬৪ জেলার ৬৪ সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক ও বাকিদের নিজ নিজ জেলা থেকে ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, সর্বশেষ আদমশুমারী অনুযায়ী দেশে বর্তমানে যুব জনগোষ্ঠী রয়েছে প্রায় ৫ কোটি ৪১ লাখ। এই বিপুল পরিমাণ যুব সমাজকে সংগঠিত করে দেশে মাদক, বাল্য বিবাহসহ অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন কাজে সম্পৃক্ত রাখতে যুব মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

বক্তারা জুলাই আন্দোলন নিয়ে বলেন, যুবসমাজ একত্রিত হয়ে কাজ করেছে বলেই আজ বিপ্লব ঘটেছে। তাই দেশের এই নতুন চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য নতুন করে কাজ করতে হবে। আর তাহলেই ভবিষ্যত প্রজন্ম ভালো একটি দেশ পাবে।

এছাড়া দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী, অবহেলিত, নিপীরত ও নির্যাতিত মানুষকে মূল ধারায় নিয়ে আসতে হবে। তাহলেই দেশের মূল লক্ষ পূর্ণ হবে। সেই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে যুব সমাজকে করার আহবান জানানো হয়।

শ্রমিকদের স্বার্থে আইএলওর ৩ কনভেনশনে সই করল সরকার

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় আসছে নতুন ৩ ব্যাটালিয়ন

হামলায় আহত সাংবাদিক জাহিদকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এ্যানি

সেন্টমার্টিনে নৌযান চলাচলে লাগবে অনুমোদন

তামাকমুক্ত সমাজ গঠনে জনমত গড়ে তুলতে হবে: প্রাথমিক উপদেষ্টা

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি

নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না সেন্টমার্টিনে

সেন্টমার্টিন যেতে মানতে হবে যে ১২ নির্দেশনা

বোরকা নিয়ে কটূক্তি ঢাবি শিক্ষার্থীর, নিন্দা জানালো ছাত্রীসংস্থা