হোম > জাতীয়

প্রবাসীদের ন্যায্য ভাড়া নিশ্চিতের আহ্বান বিমান উপদেষ্টার

ঢাকা–জেদ্দা রুটে ফ্লাইএডিলের ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার

বিমান উপদেষ্টা (ছবি সংগৃহীত)

প্রবাসী শ্রমিকদের কম খরচে বিদেশ যাতায়াতের সুযোগ নিশ্চিতে লো-কস্ট ক্যারিয়ারসহ সব বিমান সংস্থাকে ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন ফ্লাইএডিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, বাজেট এয়ারলাইন্সগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয়, লাগেজসহ বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়ায় শেষ মুহূর্তে যাত্রীদের মোট খরচ বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন প্রবাসী শ্রমিকরা।

‘প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের বৈদেশিক আয় নিশ্চিত করেন। তাই তাদের জন্য ন্যায্য, সাশ্রয়ী এবং গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা বিমান সংস্থাগুলোর নৈতিক দায়িত্ব,’—বলেন তিনি।

এদিন জানানো হয়, ফ্লাইএডিল বুধবার থেকে ঢাকা–জেদ্দা রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট চলবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ–৩ ৯১১২ প্রতি সপ্তাহে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ফ্লাইট এফ–৩ ৯১১৩ দুপুর ১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে।

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদি আরাবিয়ান এয়ারলাইনসের সহকারী প্রতিষ্ঠান ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল লো-কস্ট এয়ারলাইন্সগুলোর একটি। স্বল্পমূল্যের টিকিটের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিনামূল্যে খাবার পরিবেশন ও লাগেজ বহনের সুবিধা দিয়ে যাত্রীদের আকৃষ্ট করে আসছে। নতুন ফ্লাইট যুক্ত হওয়ায় ঢাকা–জেদ্দা রুটে ভাড়া আরো প্রতিযোগিতামূলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রবাসীদের ভ্রমণ খরচ কমবে এবং সামগ্রিক যাত্রীসেবা উন্নত হবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের সিইও স্টিভেন গ্রিনওয়ে এবং বাংলাদেশে এয়ারলাইন্সটির গ্লোবাল সেলস এজেন্ট এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান উপস্থিত ছিলেন।

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার

চৌধুরী মঈনুদ্দিনের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমাপ্রার্থনা, বিপুল অর্থ ক্ষতিপূরণে সম্মতি

যুক্তরাষ্ট্রের গবেষণা কনফারেন্সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আহ্বান রাব্বানীর

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতের

কড়াইল বস্তিতে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণের দাবি

অশুভ শক্তির বিকাশরোধে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন টিআইবির

ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চান ফয়েজ