হোম > জাতীয়

প্রবাসীদের ন্যায্য ভাড়া নিশ্চিতের আহ্বান বিমান উপদেষ্টার

ঢাকা–জেদ্দা রুটে ফ্লাইএডিলের ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার

বিমান উপদেষ্টা (ছবি সংগৃহীত)

প্রবাসী শ্রমিকদের কম খরচে বিদেশ যাতায়াতের সুযোগ নিশ্চিতে লো-কস্ট ক্যারিয়ারসহ সব বিমান সংস্থাকে ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন ফ্লাইএডিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, বাজেট এয়ারলাইন্সগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয়, লাগেজসহ বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়ায় শেষ মুহূর্তে যাত্রীদের মোট খরচ বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন প্রবাসী শ্রমিকরা।

‘প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের বৈদেশিক আয় নিশ্চিত করেন। তাই তাদের জন্য ন্যায্য, সাশ্রয়ী এবং গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা বিমান সংস্থাগুলোর নৈতিক দায়িত্ব,’—বলেন তিনি।

এদিন জানানো হয়, ফ্লাইএডিল বুধবার থেকে ঢাকা–জেদ্দা রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট চলবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ–৩ ৯১১২ প্রতি সপ্তাহে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ফ্লাইট এফ–৩ ৯১১৩ দুপুর ১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে।

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদি আরাবিয়ান এয়ারলাইনসের সহকারী প্রতিষ্ঠান ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল লো-কস্ট এয়ারলাইন্সগুলোর একটি। স্বল্পমূল্যের টিকিটের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিনামূল্যে খাবার পরিবেশন ও লাগেজ বহনের সুবিধা দিয়ে যাত্রীদের আকৃষ্ট করে আসছে। নতুন ফ্লাইট যুক্ত হওয়ায় ঢাকা–জেদ্দা রুটে ভাড়া আরো প্রতিযোগিতামূলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রবাসীদের ভ্রমণ খরচ কমবে এবং সামগ্রিক যাত্রীসেবা উন্নত হবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের সিইও স্টিভেন গ্রিনওয়ে এবং বাংলাদেশে এয়ারলাইন্সটির গ্লোবাল সেলস এজেন্ট এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন আর না হয়