হোম > জাতীয়

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব— বলেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। কারো বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকলে তার বিষয়ে ব্যবস্থা নেব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষ ডিসিদের বিরুদ্ধে সংক্ষুব্ধ থাকতে পারে। সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিষয়টা নির্বাচন কমিশন বিবেচনা করবে। যদি নির্বাচন কমিশন আমাদের কাছে ডিসির বিষয়ে কোনো অভিযোগ জানায়, সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব।

এখন তথ্যপ্রবাহের যুগ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, কেউ কোনো কথার কারণে অনেক সময় সংক্ষুব্ধ হতে পারে। এ বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে মাঠ প্রশাসন বা অন্য কোনো লেভেলে, তা আমরা সমাধানের চেষ্টা করব।

শেখ আব্দুর রশীদের ভাষ্য, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।

সচিব বলেন, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।

এসআই

নির্বাচন বানচালের চেষ্টা করলে রুখে দেওয়া হবে: আদিলুর রহমান

ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষায় ইসির পরিপত্র জারি

সরকার যে কোনো বিষয়ে জবাবদিহি করতে প্রস্তুত আছে: পরিবেশ উপদেষ্টা

প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬১০ আপিল

নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ জরুরি

খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথপ্রদর্শক

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ম্যাবের কোরআন খতম

নির্বাচিত সরকার নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেবে: শিল্প উপদেষ্টা