হোম > জাতীয়

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় আটজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার মাদারীপুর জেলার রাজৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)। সিআইডি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. মোতালেব মাতব্বরের বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী একটি মামলা তদন্তাধীন রয়েছে। গুরুদাস বারইকে রাজৈর থানার দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মো. মোতালেব মাতব্বরকে দামেরচর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এজাহারভুক্ত মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও ভুক্তভোগী সংগ্রহের কাজ করছিল। মানবপাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা করে নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাদের অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয় এবং সেখান থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তুলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন— সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪)।

নৌকাডুবির পর নিহতদের মধ্যে চারজনের মরদেহ তিউনিশিয়ার Gabes University Hospital এবং অপর চারজনের মরদেহ Djerba General Hospital এর মর্গে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সরকারি প্রক্রিয়ায় মরদেহগুলো দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত সজল বৈরাগীর পিতা সুনিল বৈরাগী বাদী হয়ে ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, অর্থের লেনদেনের উৎস নিরূপণ এবং পুরো মানবপাচার চক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আগামী ঈদের পর সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশ-ভারতের যোগাযোগের সব চ্যানেল খোলা

সৈয়দ মুর্শেদ কামালের মৃত্যুবার্ষিকী বুধবার

গ্যাস সংকট ও মূল্যস্ফীতিসহ ৬ সমস্যায় রেস্তোরাঁ খাত

শুনানির চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা মঞ্জুর

গণভোটের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রচারের নির্দেশনা

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

রাজধানীতে চীনের ৫ নাগরিকসহ গ্রেপ্তার ৮, জব্দ ৫১ হাজার সিম

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, অভিযানে অংশ নেয়া সব সেনাসদস্য প্রত্যাহার