হোম > জাতীয়

ক্ষমতা ছাড়ার আগেই যা যা করে যেতে চান মাহফুজ আলম

আমার দেশ অনলাইন

ক্ষমতা ছাড়ার আগে ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি, সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, অনলাইন পোর্টালের জন্য নীতিমালা, যেসব পত্রিকা ছাপা হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।

তিনি বলেন, কনটেন্ট নির্মাণ করলে সেটা তথ্য মন্ত্রণালয়ের আওতায়। আর ডিজিটাল প্লাটফর্মে পাবলিশড করলে সেটা আইসিটি বিভাগের দেখভালে চলে যাবে। অনলাইন প্লাটফর্মে যে কনটেন্ট আসে, সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করছি। ইউটিউবে কোনো কনটেন্ট পাবলিশ করলে সেটা যদি আয় করে, তাহলে সেটাকে রেগুলেশনের আওতায় আনা হবে।

মাহফুজ আলম বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আমি গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে প্রচার সংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার পক্ষে। কিন্তু প্রচার সংখ্যার সঠিক তথ্যটা আসতে হবে। স্থানীয় পত্রিকার প্রচার সংখ্যা, ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা কমিয়ে দেব। কেন আমরা এগুলো করব? আমরা সাংবাদিকদের একটা বেসিক সেলারি প্রস্তাব করে যেতে চাই। যারা সুবিধা দিতে পারবে না, তারা এসব সুবিধা পাবে না।

নবম ওয়েজ বোর্ড নিয়ে নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে গত এক বছরে তিনবার বসে চেষ্টা করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মালিকরা রাজি না হলে বিজ্ঞাপনের হার কমিয়ে দেব। যারা প্রতিযোগিতায় মাঠে থাকতে পারবে না, তারা চলে যাবে।

মেট্রোরেলের নকশা পুনর্মূল্যায়ন চান বিশেষজ্ঞরা

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে যা বললেন ইসি সচিব

কাল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন

জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ

অনেকেই আবদার করেন, রাখতে না পারলেই বিষোদগার শুরু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাতে খালাস শুরু যুক্তরাষ্ট্র থেকে আসা গম

হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হচ্ছে কাল

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি