হোম > জাতীয়

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে। বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহযোগী সেজে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটাতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা পার পেয়ে যেতে না পারে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি।

তিনি আরো বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরো জোরদার করাসহ অধিক সক্রিয় ও তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে।

২৯৫ টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়' তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে যেসব জেলায়

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

গাবতলীতে শীতার্ত ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ

রামগড়ে পাহাড় কেটে জমি ভরাটের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব