হোম > জাতীয়

কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের সারাদেশে গণমিছিল

৬ দফা দাবিতে

স্টাফ রিপোর্টার

ছবি সংগৃহীত

ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীসহ সারাদেশে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে।

শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট গণমিছিল করে শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাতরাস্তা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করেন। হাতে ছিল ব্যানার-ফেস্টুন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের জীবন-মরণের প্রশ্নে আন্দোলনে নেমেছি। বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা আজ প্রতিকীভাবে কাফনের কাপড় বেঁধেছি। প্রয়োজনে জীবন দেব, তবু অধিকার ছেড়ে যাব না।’

আরেক শিক্ষার্থী শাম্মী আক্তার বলেন, ‘আমরা চাকরির ক্ষেত্রে ন্যায্য মর্যাদা চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অবহেলা আর সহ্য করা হবে না। সরকার দ্রুত সমাধান না করলে আরও কঠোর কর্মসূচি আসবে।’

এর আগে বৃহস্পতিবার শিক্ষার্থীরা সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা সেই কর্মসূচি সাময়িকভাবে শিথিল করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করা, ডিপ্লোমা ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য সরকারি চাকরিতে যথাযথ মূল্যায়ন, টেকনিক্যাল এডুকেশনের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান নিশ্চিত করা এবং চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা।

উল্লেখ্য, বুধবার শিক্ষার্থীরা দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।্এম্এস

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরবে না

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন মাইলফলক আর গণভোট শত বছরের

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে যা যা বললেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের প্রতিটি মুহূর্ত উৎসবমুখর করে রাখবে তরুণরা: প্রধান উপদেষ্টা