গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে যাওয়া পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার বড় কসাই, বুচার অব বেঙ্গল। ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।
সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স এপ্লাই হবে।
কঠিনভাবে হবে, আইনের এখানে কোন ব্যত্যয় হবে না। এই গভর্নমেন্ট এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, উনি সোশ্যাল মিডিয়াতে প্রথম থেকেই অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের টেররিস্ট বলছেন। উনার এখন আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, তারপর ওনার বিষয়ে কথা বলব।