হোম > জাতীয়

দাওরায়ে হাদিস সনদ কার্যকরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সনদধারীদের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। এছাড়া নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র দেওয়া হয়। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া এ সনদধারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তর-সংস্থার খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে পদায়নের বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি পাসের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এ প্রকল্প পাস করাতে হয়েছে। প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আলেমদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ড. খালিদ আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে, এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীন ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এজন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সারা দেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।

বছরের শুরুতেই হাতে হাতে নতুন বই, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

গণভোটের বিষয়বস্তু নিয়ে বিলবোর্ড স্থাপনের পরামর্শ

আধিপত্যবাদবিরোধী খুতবা দিতে ইনকিলাব মঞ্চের আহ্বান

সার্কের চেতনা এখনো জাগ্রত ও বহাল: প্রধান উপদেষ্টা

হাদি হত্যায় এক অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম উদ্ধার

আরো কমল স্বর্ণের দাম

বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

কারাগার-বিশ্ববিদ্যালয়ে হবে কোরআনের তালিম: ধর্ম উপদেষ্টা

বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ মহিউদ্দিন

পদত্যাগের একদিনের মাথায় স্বপদে ফেরা, যে কারণ জানালেন ডা. সায়েদুর