হোম > জাতীয়

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অর্থনৈতিক রিপোর্টার

মাসব্যাপী বাণিজ্যিক কর্মকাণ্ড ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

শনিবার (৩১ জানুয়ারি) পূর্বাচলস্থ বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে দেশের বৃহত্তম এই বাণিজ্য প্রদর্শনীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপ্তি ঘোষণা করেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

চলতি আসরের আয়োজনে দেশি ও বিদেশি মিলিয়ে ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের পাশাপাশি ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ১১টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

মেলায় কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প খাতভুক্ত প্রতিষ্ঠানগুলোর নানাবিধ পণ্য ও সেবা প্রদর্শিত হয়। পোশাক, চামড়াজাত সামগ্রী, পাট ও পাটনির্ভর দ্রব্য, কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য, আসবাব, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স উপকরণ, কসমেটিক্স, গৃহসজ্জা, খেলনা, স্টেশনারিজ, হোম ডেকর, ক্রোকারিজ, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিক সামগ্রী, মেলামাইন, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, রিয়েল এস্টেট শিল্পের পণ্য, ফাস্টফুডসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম দর্শনার্থীদের আকর্ষণ করে।

মেলায় প্রদর্শিত সামগ্রীর মধ্য থেকে কয়েকটি নতুন উদ্ভাবিত পণ্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাঁশের তৈরি ওয়ালটপ ও বাস্কেট, ডাইভার্সিফাইড জুট সামগ্রী, ড্রাই-ক্যান্ডি, কাপ্তাই লেকের রুই মাছের চিপস, হারবাল ও রোজেলা চা, অর্গানিক হেয়ার ওয়েল, ভেজিটেবল ডাইংয়ের পোশাক, ঢাকাই মসলিন শাড়ি, মসলিন স্কার্ফ, পাটের ট্যাপেস্ট্রি, আর্টিফিসিয়াল ফুল এবং রেডি-টু-ইট বিরিয়ানী আইটেম।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি টাকার সমান। বহুমুখী পাটপণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিক্স, হাইজিন দ্রব্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশী কাঁথা ও ফেব্রিক্স খাতে এসব আদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং তুরস্ক থেকে ক্রয় আগ্রহ লক্ষ্য করা গেছে।

স্থানীয় বাজারেও উল্লেখযোগ্য লেনদেন সম্পন্ন হয়েছে। আয়োজকদের হিসাব অনুযায়ী, রেস্তোঁরাসহ অভ্যন্তরীণ ক্রয়-বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৩৯৩ কোটি টাকা। আগের বছরের তুলনায় বিক্রয়মূল্যে ৩ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কারের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য, অভ্যন্তরীণ সজ্জা, পণ্য উপস্থাপন, দর্শকসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ, ডিজিটাল কনটেন্ট, রপ্তানিতে অবদান এবং উদ্ভাবনী সক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে মোট ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

রপ্তানি পণ্য ও বাজার সম্প্রসারণের লক্ষ্য সামনে রেখে মেলার পাশাপাশি আটটি সেমিনারের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়, সরকারি ট্রেড প্রমোশন সংস্থা, পণ্যভিত্তিক ট্রেড সংগঠন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দর্শনার্থীদের বিনোদনের জন্য লোকসংগীত ও আধুনিক গানের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। যাতায়াত সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশন রেটে পাঠাও সেবা যুক্ত করা হয়। অনলাইনে টিকিট সংগ্রহ ও স্টল বরাদ্দ ব্যবস্থাও চালু ছিল।

এছাড়া ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদেশি ক্রেতা ও স্থানীয় দর্শনার্থীদের জন্য এক্সপোর্ট এনক্লেভ স্থাপন, সিনিয়র সিটিজেন কর্নার, মা ও শিশু সেবা কেন্দ্র, শিশু পার্ক, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, সার্বিক আয়োজন, অংশগ্রহণ এবং অর্থনৈতিক ফলাফলের দিক থেকে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি সফল ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

গণতন্ত্রের উত্তরণে আ.লীগ বড় বাধা

ফেসবুক পেজ নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের নির্দেশনা

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ১২৭ কোটি টাকা আত্মসাৎ করেন হাসিনা

নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়ের

ব্যক্তি পর্যায়ে জাকাত আদায় করায় এর গুরুত্ব অনেক কমে যায়

গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল

নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি