হোম > জাতীয়

আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম

ডিসি-এসপিদের সিইসি

স্টাফ রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ডিসি-এসপিদের উদ্দেশে বলেছেন, এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা ভালো কাজ করলে, আমি ভালো থাকি। আর আপনারা যদি ভালো না থাকেন, যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম হয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) বৈঠক শুরু হয়। ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ উপস্থিত রয়েছেন।

স্বাগত বক্তব্যে সিইসি বলেন, দেশের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। এই ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসে পড়েছে, তা যদি আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে পারব না। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও সাহস করব। আপনাদের প্রতিটা কাজ আমাকে সাহসী করে।

সিইসি বলেন, যেই গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব সবাই মিলে পালন করবো। এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে, সঠিকসময়ে কাজটা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে, আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা আমি বলেছিলাম, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, দুঃসাহস করে একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

ব্যক্তি-মহল ‘ট্রানজিশনাল প্রসেস’কে বাধাগ্রস্ত করতে চাচ্ছে

ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল বাংলাদেশ

চাকরিতে প্রবেশে ৩২ বছরের বাধা কাটল, সুবিধা পাবেন যারা

‘নিরাপত্তাজনিত কারণে’ বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে চলতে’ বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব

দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই

ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে