হোম > জাতীয়

২০ দিনে প্রবাসীরা পাঠালেন ২৬ হাজার ৪৯৯ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

চলতি মাস ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৪৯৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪২ লাখ ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২০ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ১৮ লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ২৭ লাখ ২০ হাজার এসেছে।

আলোচিত ওই ২০ দিনে দেশি-বিদেশি আটটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গোল্ডসহ ১১টি পদক জয় বাংলাদেশের

এবার দিল্লির বিবৃতির পাল্টা জবাব দিলো ঢাকা

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কাল, ঘোষণা হবে কর্মসূচি

নির্বাচনে ড্রোন ব্যবহার করতে পারবে বিমানবাহিনী

ইতিহাসে সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া যাচ্ছে ১১ কর্মী

হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

জীবনে কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি: আসিফ নজরুল

হাদির হত্যাকারী ফয়সালের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই