হোম > জাতীয়

হাসিনা-টিউলিপ-ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি

প্লট দুর্নীতি

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার সকালে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলমের আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।”

এ মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এরা হলেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর আগে, গত ১৩ জানুয়ারি শেখ হাসিনার ও তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন ঠিক করেন একই আদালত।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন তারা।

ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে

ছেলের খুনি আমার চোখের সামনে, কিন্তু ধরা হচ্ছে না

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, রাষ্ট্রের কর্মচারী

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবিধান লঙ্ঘন: সিইসিকে চিঠি

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির

দ্বৈত নাগরিকত্ব থাকা এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

আট বছরেও সফলতা পায়নি এমএনপি সেবা

কমেছে হজের বিমান ভাড়া ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

শহীদদের ৮০ ভাগই তরুণ, সাধারণ মানুষ