জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ সমাবেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করতে সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরাইলি সেনারা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
এ গণহত্যা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় গাজায় বিশ্ববাসীকে সব ধরনের হস্তক্ষেপ করতে আহ্বান জানায় দলটি।
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন।
জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালিব এহসান; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নুর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, দখলদার ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর হামলা চালাচ্ছে। এ হামলা বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে অন্য দেশে সরানোর চক্রান্ত রুখে দিতে হবে বিশ্ববাসীকে।
মো. আনিছুর রহমান বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের জন্য জাতিসংঘে হত্যা বন্ধে বিল উত্থাপনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন।
শফিউর রহমান বলেন, ফিলিস্তিনে যে বর্বরতা হচ্ছে তা ব্যাখ্যা করার ভাষা নেই, আমরা বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
তিনি আরও বলেন, প্রতি শুক্রবার জুমাবার জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররমের ফিলিস্তিনের জন্য সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমরা এ কর্মসূচিতে দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান জানান।