হোম > জাতীয়

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান ডাকসু নেত্রী জুমার

গুলিবিদ্ধ হাদি

আমার দেশ অনলাইন

শরীফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে সোমবার বিকাল ৩টায় শহীদ মিনারে ডাকা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান জুমা।

পোস্টে ডাকসুর নেত্রী জুমা লেখেন— হাদী ভাইয়ের আঘাতের পর থেকে এখন অব্দি সবচেয়ে শক্ত থাকা দুজন ইনকিলাব কর্মী আমি আর ফাহিম৷ অথচ আমরা দুইজন ছিলাম ইনকিলাবের সবচেয়ে ইম্পালসিভ ইমোশনাল কর্মী।

সবচেয়ে শক্ত থাকা দুজনকে দেইখা যদি আপনাদের বেশি মনে হয়, আমাদের বাকিদের ইমোশন, বাকিদের কান্না আপনারা দেখলে তো বিশ্বাসই করবেন না বোধহয়।

হাদিকে স্মৃতিচারণ করে জুমা লেখেন—ওসমান হাদি সেই নেতা, যে কর্মীর কাজ নিজে আগ বাড়াইয়া কইরা দেয়, মুখে তুলে খাইয়ে দেয়, জাবের ভাই কাপড় ধোয়ার সময় না পাওয়ায় নিজে সব ধুয়ে দিয়েছিল আঘাত পাওয়ার দিনই। ওসমান হাদী সেই মানুষ যার সংগ্রামে পাশে থাকার জন্য আমরা কজন জীবনের যাবতীয় দুনিয়াবি সুখ, সংসার, ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিতে দ্বিধা করিনি।

আমি আমার নেতার সব গল্প আপনাদের বলবো, কেন ওসমান হাদী ছোট্ট টিম নিয়ে এত কাজ করতে পারছে, কেন এই কয়টা মানুষ এত এত অপবাদ, ট্রল, মিথ্যাচার থ্রেটের পরেও তার সঙ্গ ছাড়েনাই।

ওসমান ভাই আমাদের যে সততা, পরিশ্রম আর ইনসাফের ট্রেইনিং দিয়েছেন, এটা কোনো স্বাভাবিক মানুষ কল্পনাও করতে পারবেনা। আমাদের এক এক জনের জীবন থাকতে ভাইয়ের আদর্শ, তার সংগ্রাম, তার উদ্দেশ্য বাস্তবায়নের সংকল্প থেকে পিছু হটবো না।

ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজম এই দেশ থেকে এমনভাবে নির্মূল করব যে ওসমান হাদী নামটা ওদের আজীবন মনে থাকবে।

এই রাষ্ট্র তার সবচেয়ে সৎ, সবচেয়ে দেশপ্রেমিক মানুষটারে বাঁচাইয়া রাখার চেষ্টা করেনাই। এই দায় তারে নিতেই হবে। অপরাধ কইরা পার পাবে এটা ওসমান ভাই সুস্থ থাকলে হইতে দিতো না। ওসমান ভাইয়ের ভাই-বোনেরাও হতে দিবে না।

প্রতিরোধ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে পোস্টের শেষাংশে ডাকসুর এই নেত্রী লেখেন—আগামীকাল সোমবার বিকাল ৩টায় শহিদ মিনারে আসুন। রক্তের জবাব নিয়েই ফিরবো।

আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

কাস্টমস কর্মকর্তাসহ ৭ জনের নামে মামলা

এনইআইআর চালুর নতুন তারিখ ১ জানুয়ারি

আজ মহান বিজয় দিবস

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ভরা মৌসুমেও নেই শীত, নেপথ্যে বাড়তি উষ্ণতা

আদালতে যা বললেন আনিস আলমগীর

হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বলে কিছু ছিল, জানতেনই না সাংবাদিকরা