রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি ।
শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল মোসাব্বির নিহত হন। তিনি ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এর পরই মোসাব্বিরকে হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।