আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
এক লিখিত বার্তায় ইজাবস বলেছেন, ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এই ঐতিহাসিক নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। আমি আশা করি এখানে আমাদের কাজ নির্বাচনি প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য গতবছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে মোতায়েন করা হয়েছে।
২০০৮ সালের পর এটিই দেশে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশের জাতীয় আইন অনুযায়ী এই নির্বাচনগুলো কতটা পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচন মানদণ্ড গ্রহণ করেছে সেগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা মূল্যায়ন করবে এই মিশন।
প্রধান পর্যবেক্ষক ইজাবস লিখিত বার্তায় বলেছেন, এ নির্বাচনগুলোর জন্য আমাদের কারিগরি মূল্যায়ন তিনটি মূল নীতির মাধ্যমে পরিচালিত হয়: স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা। আমরা দীর্ঘমেয়াদি এবং দেশব্যাপী পর্যবেক্ষণের একটি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করব। আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, তবে ফলাফল প্রত্যয়ন করব না। এ নির্বাচন একান্তই বাংলাদেশের জনগণের।