হোম > জাতীয়

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আমার দেশ অনলাইন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুর ২টার দিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার, আমরা দেব।

তিনি বলেন, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত দেয়ার কথাও জানানো হয়।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নির্বাচন কার্যালয়ে আগুন ও হাদির ঘটনা পর্যবেক্ষণ করছে ইসি

বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান নিয়ে যা জানাল পুলিশ

হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে যা জানা গেল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুরে

ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী উপদেষ্টা

যেভাবে এত সাহসী হয়ে উঠলেন মেধাবী হাদি

১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

হাদির চিকিৎসায় যে ১১ সিদ্ধান্ত বিশেষ মেডিকেল টিমের