রোববার পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন।
আগামী ৩১ অক্টোবর ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সর্বশেষ নতুন অন্তভুর্ক্ত ভোটারদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসির সিসিনয় সচিব।
চলতি বছরে তিনটি ভোটার তালিকা হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, এ বছর মূলত তিনটি তালিকা হচ্ছে। একটি ২ মার্চ চূড়ান্ত করা হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত আরেকটি চূড়ান্ত হবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে নতুন ভোটারদের তালিকা চূড়ান্ত হবে।
কাজেই আমরা তিনটি ভোটার তালিকা এ বছর পাচ্ছি।
আখতার আহমেদ আরও জানান, যারা যুব এবং ভোট দিতে উৎসাহী এক বছর অপেক্ষা না করে, তারা যেন ভোট দিতে পারেন, তাদের অন্তর্ভুক্তি করার জন্য এই তালিকা হচ্ছে।