হোম > জাতীয়

ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা: ইসি

স্টাফ রিপোর্টার

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

শনিবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মশালায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। পাশাপাশি এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

তবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা প্রস্তুত। এদিকে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

পলাশ নয়, সর্বশেষ ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়

নরসিংদী কেন বার বার ভূমিকম্পের কেন্দ্র!

কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত

স্বাস্থ্য ও টেলিকম খাতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

একই দিনে নির্বাচন-গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

একই দিনে নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

শনিবারের ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ