হোম > জাতীয়

শহীদ ওসমান হাদিকে শেষ বিদায়ে ভিন্ন ধর্মাবলম্বীরা

মাহমুদুল হাসান আশিক

শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মানিক মিঞা অ্যাভিনিউয়ে এসেছিলেন বেশ কয়েকজন ভিন্ন ধর্মাবলম্বী তরুণ-তরুণী। শনিবার ওসমান হাদির প্রতি ভালোবাসা ও সম্মানের বার্তা নিয়ে তাকে বিদায় জানাতে আসেন তারা। এছাড়া কেউ কেউ ছিলেন শাহবাগে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনে।

ওসমান হাদির জানাজায় এসেছিলেন হিন্দু সম্প্রদায়ের আদিত্য চৌধুরী। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী তিনি। জুলাই বিপ্লবে আদিত্য উত্তরায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার বাল্যবন্ধু রিদওয়ান শরীফ রিয়াদ জয় আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই-এ শাহাদাত বরণ করেন।

জানাজার সময় দাঁড়িয়েছিলেন আদিত্য। তিনি জানান, তার বন্ধু খ্রিষ্টান ধর্মাবলম্বী নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্নব ডি ক্রুজও জানাজায় এসেছেন। আরেক বন্ধু হৃদিতা দাস শাহবাগে অবস্থান করছিলেন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে।

আদিত্য আমার দেশকে বলেন, আমি হিন্দু হলেও ওসমান হাদি আমার ভাই। গুলি হয়তো তার মাথায় লেগেছে। কিন্তু আমারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বিপ্লবী ওসমান হাদির শাহাদাতের খবর। আমার নিশ্বাস ভারী হয়ে আসছে। প্রতিবারের দীর্ঘশ্বাসে সৃষ্টিকর্তার কাছে বিচার জানাই, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার যেন দেখে যেতে পারি।

তিনি আরো বলেন, আমরা যেন এক কিংবদন্তিকে বিদায় দিতে আসলাম। যিনি দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করেছেন। আগামী শত প্রজন্ম হাদি ভাইকে মনে রাখবে।

শহীদ ওসমান হাদির কবর দেখতে রাতেও মানুষের ভিড়, থাকবে পুলিশি প্রহরা

‘এমন জানাজা ও লাখো মানুষের ভালোবাসা কয়জনের ভাগ্যে জুটে’

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

রোববার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের সময় পরিবর্তন

শহিদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে

শহীদ ওসমান হাদির সমাধিস্তম্ভ লিপিতে যা লেখা আছে

তফসিলে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া