হোম > জাতীয়

নদীপথে সদরঘাট দিয়ে ২ লাখ লোকের আগমন

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দক্ষিণবঙ্গ থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট দিয়ে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় এসেছেন। ৩৫টি লঞ্চের মাধ্যমে দক্ষিণবঙ্গের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, ঝালকাঠি ও ভোলা জেলাসহ বিভিন্ন অঞ্চল থেকে এসব লোক সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকায় পৌঁছেছেন। এছাড়াও নিয়মিত চলাচলরত ৫৬টি যাত্রীবাহী লঞ্চে সাধারণ যাত্রীর সঙ্গে লক্ষাধিক লোক ঢাকায় পৌঁছেছে।

নদীপথে আগতদের স্বাগত জানাতে সদরঘাট টার্মিনালের ১৪ নম্বর গেট ও সিমসন টার্মিনাল ঘাটে ঢাকায় আগত জনসাধারণের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য অভ্যর্থনা ও সেবা কেন্দ্র চালু করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেন। সকাল ১০টায় ঝালকাঠি থেকে ‘সুন্দরবন-১২’ লঞ্চে প্রায় ২৫ হাজার লোক নিয়ে ঢাকায় নামেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জেবা খান এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

সদরঘাট শ্রমিক দলের সভাপতি সুমন ভুঁইয়া জানান, দক্ষিণবঙ্গ থেকে আগতদের সহযোগিতার জন্য তাঁর নেতৃত্বে ১৫০ জন স্বেচ্ছাসেবক সদরঘাট টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

সদরঘাট ট্রাফিক ইনচার্জ লিয়াকত হোসেন জানান, দক্ষিণবঙ্গের ৪৭টি রুট থেকে ৫৬টি লঞ্চ ঢাকার সদরঘাটে আসে। এসব লঞ্চে নিয়মিত যাত্রীর চেয়ে ৭০ হাজার থেকে ১ লাখ লোক বেশি যাত্রী পরিবহন হয়েছে। এছাড়া বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে ৩৫টি লঞ্চ রিজার্ভ করে ঢাকায় আসেন, যার ফলে আরও প্রায় ১ লাখ লোকের আগমন ঘটে।

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইশরাক হোসেন জানান, দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগ তথা সন্দ্বীপ ও হাতিয়া থেকে সমাবেশে আগত বিএনপি নেতাকর্মীদের যাত্রায় যেন কোনো সমস্যা না হয় এবং তাঁরা নির্বিঘ্নে সমাবেশস্থলে পৌঁছাতে পারেন, সে জন্য সদরঘাটে দুটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে নেতাকর্মীদের সমাবেশে পৌঁছাতে সহযোগিতা করা হচ্ছে।

অন্যদিকে ঢাকার বাবুবাজার এলাকায় দক্ষিণবঙ্গ থেকে সড়কপথে আগতদের দিকনির্দেশনা দেওয়ার জন্য ঢাকা-৭ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী হামিদুর রহমান হামিদ একটি সহায়তা কেন্দ্র চালু রেখেছেন। এই কেন্দ্র থেকে দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মীদের জন্য খাবার পানি ও শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এসআর

জাইমা রহমানের সেলফিতে বই ঘিরে আলোচনা

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

রাজধানীতে নেই যানবাহনের চাপ

দীর্ঘ যানজটে চিটাগাং রোড

সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমানের অবতরণ

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশ

শুভ বড়দিন আজ

বাংলাদেশে ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ আহ্বান বিজেপি নেতার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ