ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি, প্রেসেঞ্জারের ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আন্তর্জাতিক বার্তা সংস্থা প্রেসেঞ্জারের ঢাকা ব্যুরো অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমানে আমরা ২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশে আছি। যদিও তার আগেও সংবাদমাধ্যমের বহুমুখী চ্যালেঞ্জ ছিল। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সে চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করেছে। আশা করছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেসেঞ্জা অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, প্রেসেঞ্জার বাংলাদেশে কার্যক্রম শুরু করা একটি আনন্দের সংবাদ। বাংলাদেশে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করে, তাদের নিয়ে বিতর্কের জায়গাও রয়েছে। আশা করি প্রেসেঞ্জা বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করবে।
প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা প্রেসেঞ্জার কার্যক্রম ঢাকায় শুরু হল। আমি প্রেসেনজার সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। এতদিন ১০টি ভাষায় প্রেসেঞ্জা সংবাদ পরিবেশন করতো, এখন এর সাথে যুক্ত হলো বাংলা। তাই প্রেসেঞ্জার যেকোন সংবাদ এখন থেকে বাংলা ভাষায়ও পড়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরী, হেড অফ এড এডমিন কাওসার আহমেদ এবং হেড অফ সাপোর্ট সার্ভিস মারুফ উল আলম। এছাড়া ওয়েবিনারে যুক্ত ছিলেন প্রেসেঞ্জা ইন্টারন্যশনালের কো-ডাইরেক্টর পিয়া ফিগুয়েরা (চিলি), ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্ট জাভিয়ার টোলকাচার (আর্জেন্টিনা) এবং ডেভিড এন্ডারসন।
প্রসঙ্গত ২০০৯ সালে ইতালির মিলানে প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর, ২০১৪ সাল থেকে ইকুয়েডরের কিটোতে একটি আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসাবে আইনত নিবন্ধিত হয় প্রেসেঞ্জা। বিশ্বের ২৪টি দেশের সক্রিয় উপস্থিতি নিয়ে, প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল ইংরেজি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, এরাবিক, পর্তুগিজ, জার্মান, গ্রিক এবং কাতালানসহ ১০টি ভাষায় দৈনিক সংবাদ পরিষেবা প্রকাশ করে আসছে।