হোম > জাতীয়

বিএনপি-জামায়াতকে যে পরামর্শ দিলেন মির্জা গালিব

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, সবচেয়ে ভালো হতো যদি বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারে আপত্তি তুলে নিত, আর জামায়াত নিম্নকক্ষে পিআর-এর দাবি তুলে নিত — তাহলে আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারতাম।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা গালিব লেখেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ। রিফর্ম নিয়ে অনেক আলোচনা হইছে — কিছু কিছু বিষয়ে ঐকমত্য হইছে, আবার অনেক বিষয়ে হয় নাই। আমার ব্যক্তিগত মত হলো, যদি উচ্চকক্ষে পিআর সিস্টেম, সংবিধান সংশোধনের ক্ষমতা, এবং বিভিন্ন সাংবিধানিক পদের অ্যাপয়েন্টমেন্ট ভেটিংয়ের ক্ষমতা দেওয়া যায়, তাহলে এটি একটি কার্যকর চেক অ্যান্ড ব্যালান্স তৈরি করবে। রিফর্ম প্রস্তাব থেকে এই অংশটি বাদ দিয়া দিলে পুরো রিফর্ম প্রস্তাবই অনেকাংশে কার্যকারিতা হারাবে।

দুঃখজনকভাবে, বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের বিরোধিতা করতেছে। আর জামায়াত উচ্চকক্ষে পিআর-এর পাশাপাশি নিম্নকক্ষেও পিআর দাবি করতেছে।

সবচাইতে ভালো হইতো যদি বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারে আপত্তি তুলে নিত, আর জামায়াত নিম্নকক্ষে পিআর-এর দাবি তুলে নিত — তাইলে আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারতাম।’

সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে

এএফএমসির ১৮তম ‘কাউন্সিল অব দ্য কলেজ’ সভায় সেনাপ্রধান

এপিআই নীতিকে শীর্ষে অগ্রাধিকার দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

বাড়ল সয়াবিন তেলের দাম

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি: টিআইবি পরিচালক

চাঁদাবাজীর মামলায় ‘নওরোজ’ সম্পাদক শামসুল হক কারাগারে

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা