হোম > জাতীয়

বিএসসি ও ডিপ্লোমাদের সমস্যা চিহ্নিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠন

বিশেষ প্রতিনিধি

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবি-দাওয়ার যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা ও সমন্বয় করে সুপারিশ তৈরি করতে ওয়ার্কিং গ্রপ গঠন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে গঠিত ১৪ সদস্যের এ ওয়ার্কিং গ্রুপে বিএসসি ইঞ্জিনিয়ারদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে চারজন প্রতিনিধি থাকবেন।

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সচিবালয়ে এ সভা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সভা শেষে জ্বালানি উপদেষ্টা বলেন, এ সমস্যাগুলো অনেক বছর ধরে চলে আসছে। এগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধানের পথে আমাদের যেতে হবে। সব পক্ষের সঙ্গে আমাদের কথা বলতে হবে। পাশাপাশি সবার মতামতও নিতে হবে। এগুলো ঠিক করার জন্যই আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি।

এসময় কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ওয়ার্কিং গ্রুপ বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বক্তব্য ও যুক্তিগুলো শুনবেন। তারা যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন সেসব প্রতিষ্ঠানের প্রধানদের বক্তব্য ও মতামত নেওয়া হবে। আমরা এসবের স্থায়ী সমাধান চাই। আর সেটা করার জন্যই আমরা কাজ করছি।

জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

রাশিয়ার শ্রমবাজার ভারতের দখলে, উদাসীন বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না