হোম > জাতীয়

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড, দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথং বলেন, এই চুক্তির মাধ্যমে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক ঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় বৈঠকে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত পদ্ধতিতে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি শ্রম অভিবাসনের ব্যবস্থা ও কার্যপ্রণালি সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এ বিষয়ে তার ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার গুরুত্বও উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে এখন পর্যন্ত হওয়া আলোচনা সম্পর্কে শ্রমমন্ত্রীকে অবহিত করেন। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান শ্রমবাজারের মতো থাইল্যান্ডের ক্ষেত্রেও সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান ইনকিলাব মঞ্চের

নিহতদের আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধে বিজিবি মোতায়েন

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা জানালেন ইসি

বাবার কবর জিয়ারতে রওনা হলেন তারেক রহমান

ঢাকাসহ সাভারে কড়া নিরাপত্তা, জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ

সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপি

ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান