হোম > জাতীয়

খাদ্য নিয়ে রাজনীতি করবে না সরকার: খাদ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সরকার খাদ্য নিয়ে রাজনীতি করবে না, সস্তায় পেলে যেকোনো দেশ থেকে চাল আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা। আর এই জন্য বাণিজ্যকে রাজনীতির সঙ্গে মেলানো হবে না। রমজানকে কেন্দ্র করে বাজার যাতে অস্থির না হয় সে ব্যাপারে আন্তরিক আছে বর্তমান সরকার।

এই লক্ষ্যে খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মর্মে মন্তব্য করে তিনি এর মধ্যে অন্তত ৫০ লাখ মানুষের জন্য সহজ শর্তে মাসে ৩০ কেজি করে চালের ব্যবস্থা করবে সরকার। এছাড়া টিসিবিসহ বিভিন্ন মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। যা রমজানের পরের দুই মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সরকারের কাছে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তাতে রমজানের আগে সঙ্কটের কোনো সম্ভাবনা

নেই। তারপরও বাড়তি প্রস্তুতি হিসেবে শুধু সরকারি পর্যায়ে ৮ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চালের চালান আসতে শুরু করেছে।

ভিয়েতনামের সঙ্গে চুক্তি অনেকদূর এগিয়েছে। এছাড়া সরকার আরো নতুন উৎসের সন্ধান করছে বলে জানান তিনি। কোনো সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট তৈরি করার অপচেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আঞ্চলিক খাদ্য কর্মকর্তাসহ খাদ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস

যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা স্বাধীনতা হরণকারী: প্রধান উপদেষ্টা

দেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: আদিলুর রহমান

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরবে না

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন মাইলফলক আর গণভোট শত বছরের

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা