হোম > জাতীয়

হাসিনার আমলারা বহাল থাকলে নির্বাচন হতে দিবো না

সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চ-এর আহ্বায়ক

স্টাফ রিপোর্টার

পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলারা বহাল থাকা অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবো না বলে মন্তব্য করেছেন জুলাই মঞ্চ-এর আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার।

রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত ৪৪ জন সচিব এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেট এর গ্রেপ্তারপূর্বক বিচার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিস্ট আমলা চক্রের সদস্যদের অপসারণ ও বিচারের দাবিতে জুলাই মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আরিফুল ইসলাম বলেন, আমরা যে ৪৪ জন সচিবের তালিকা দিয়েছিলাম, তা থেকে মাত্র পাঁচজনকে অপসারণ করা হয়েছে। বাকি ৩৯ জনসহ ফ্যাসিবাদী আমলাদের অপসারণ না করা পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচন হতে দেবো না। আমরা বিশ্বাস করি, এই আমলারা আগামী নির্বাচনটাও দিল্লির হয়ে করে দেবে।

বাংলাদেশে এখনো ৯০ ভাগ আমলা হাসিনার উল্লেখ করে তিনি বলেন, সচিবালয়ে আমরা যখন ফ্যাসিবাদী আমলাদের বিষয়গুলো তুলে ধরেছি, তখন একজন উর্ধ্বতন কর্মকর্তাই আমাকে বলেছেন যে তারা অসহায়। তিনি স্বীকার করেছেন যে প্রায় ৯০ ভাগ কর্মকর্তাই এখনও শেখ হাসিনার সমর্থক এবং আওয়ামী লীগের লোক। তারা ৯০ জন ঐক্যবদ্ধ, আর আমরা ১০ জন বিভিন্নভাবে বিভক্ত। এভাবে আমরা তাদের সাথে কিভাবে পারবো?

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ‘অভিজ্ঞতাহীন’ ও ‘অসহায়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, উপদেষ্টারা অসহায়ত্ব প্রকাশ করেন। এনজিও কর্মী দিয়ে সরকার চলে না, সরকার চালাতে রাজনৈতিক ব্যক্তিত্ব লাগে। উপদেষ্টারা কোনো সিদ্ধান্ত নিলে আমলা চক্র তা ঘুরিয়ে দেয়।

তিনি রাষ্ট্রের সব স্তম্ভের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমাদের উপদেষ্টাদের বডিগার্ড শেখ হাসিনার নিয়োগ করা, সেনাপ্রধান শেখ হাসিনার নিয়োগ করা, রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক, পুলিশ বাহিনী, বিচার বিভাগ এবং অধিকাংশ মিডিয়ার মালিকও চূড়ান্তভাবে শেখ হাসিনার লোক। বিপ্লবের পরে নতুন কোনো সেটআপ গঠন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

‘খুনি হাসিনা’কে সেফ এক্সিট দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, যখন জাতিসংঘ থেকে বলা হলো যে ছাত্রদের আন্দোলন দমন করলে শান্তি মিশন নিয়ে চিন্তা করা হবে, তখন তারা দেখলো যে -শেখ হাসিনাকে আর রাখা সম্ভব না। তাই একটি ‘সেফ এক্সিট’ দরকার ছিল। সেই সেফ এক্সিট করার মাধ্যমে ক্ষমতাটা মূলত শেখ হাসিনার হাতেই রাখতে হবে। এজন্য দরকার ছিল একটা অথর্ব উপদেষ্টা পরিষদ, যা করতে তারা শতভাগ সফল হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে পতিত শেখ হাসিনার ও আধিপত্যবাদীদের নিয়ন্ত্রণ বিদ্যমান।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে চারটি প্রশ্ন করে জুলাই মঞ্চ। প্রশ্নগুলো হলো -দেশ কী হাসিনার আমলাই চালাবে? আগামী নির্বাচন কী হাসিনার নিয়ন্ত্রণেই হবে? সচিবালয় কী হাসিনামুক্ত হবে না? জুলাই গণহত্যাকারী আমলাদের কী বিচার হবে না?

সংবাদ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম তন্ময়, তাহসান ইসলাম, রাব্বি তালুকদার ও ওয়ালিদ বিন তালুকদার প্রমুখ।

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যেসব সিদ্ধান্ত

গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আল্টিমেটাম

সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

গণতন্ত্র উত্তরণ নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

জটিলতার মেঘ কেটে যাচ্ছে

মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনতিবিলম্বে সংশোধনের আহ্বান টিআইবির

স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান