হোম > জাতীয়

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ বানানোর সংবাদ মিথ্যা-গুজব

চট্টগ্রাম ব্যুরো

হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে মসজিদ বানানো সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়েছে।

বিষয়টি নিয়ে রোববার দুপুরে নিজের ফেসবুকে পোস্ট করে হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুণ ইজহার তিনি লেখেন ‘ঢাকার কিছু তরুণ আলেম উদ্যোক্তা গতকাল আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণের অভিপ্রায় তারা ব্যক্ত করেননি।

তারা শুধু বলেছেন, পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটি মসজিদ দরকার। আমি মনে করি ইকোপার্ক অংশে মুসলিম পর্যটকদের সুবিধার জন্য ইবাদতখানা নির্মাণের জন্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে একটা উদ্যোগ নেয়া যায়। কিন্তু বাস্তবে একটি মহল ঘটনার বিপরীতে গিয়ে প্রোপাগান্ডা চালিয়ে হিন্দু সমাজকে উস্কানি দিচ্ছে। ভুল তথ্য প্রচার করে উত্তেজনা না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাতে এম এম সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে হেফাজতে ইসলামের নেতা হারুণ ইজহারের সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে লেখেন ‘সীতাকুণ্ডে পর্বতের চূড়ায় মসজিদ ৯০ শতাংশ কনফার্ম। আলহামদুলিল্লাহ।

দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, সম্প্রতি চন্দ্রনাথের পাহাড়ে তিনি ঘুরতে যান কিন্তু নামাজ পড়ার কোনো মসজিদ পাননি। তাই দর্শনার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাহাড়ের কাছাকাছি একটি মসজিদ বানানোর দাবি জানান তিনি।

স্বাভাবিক এই পোস্টটি মূহুর্তের মধ্যে চন্দ্রনাথের পাহাড়ে মসজিদ বানানো হচ্ছে বলে গুজব ছড়াতে থাকে পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার সকাল হতে না হতেই গুজবটি ছড়িয়ে পড়ে সর্বত্র।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট দিচ্ছেন আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। চন্দ্রনাথ পাহাড়ের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। সেখানে পুলিশের একটি দল নিয়মিত টহলে থাকে।

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

আরো ৮ জেলায় চালু হলো ই–বেইলবন্ড সেবা

‘কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের ওপরই বর্তাবে’

পে-স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে কতটি, জানাল ইসি

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

এক নজরে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীদের ছবি দেখুন

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে