হোম > জাতীয়

দুদু মিঞাকে স্মরণ করে যা বললেন সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ব্রিটিশ, পাক-ভারতের শোষণ-দুঃশাসন আর আগ্রাসন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে জেঁকে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন—এই দীর্ঘ মুক্তি সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার পথে এক ধারাবাহিক বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন দুদু মিঞা।

বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ব্রিটিশ, পাক-ভারতের শোষণ-দুঃশাসন আর আগ্রাসন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে জেঁকে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন—এই দীর্ঘ মুক্তি সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার পথে এক ধারাবাহিক বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন দুদু মিঞা।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি এই অকুতোভয় যোদ্ধাকে, যার সংগ্রামী জীবন আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে সাহস, উদ্দীপনা ও দিকনির্দেশনা যুগিয়েছে।

দুদু মিঞা শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন তা নয়, তিনি ছিলেন এক বিপ্লবী ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক। নেতৃত্বহীন পিছিয়ে পড়া বাংলাদেশী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তিনি নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছিলেন। এ আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীকালে স্বাধীনতার স্বপ্ন তীব্র হতে থাকে।

মৃত্যুদিবসে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব তাঁকে আখিরাতে সম্মানিত করুন। শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ইতিহাসে চিরকাল বুলন্দ থাকুক তাঁর নাম।’

সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে

এএফএমসির ১৮তম ‘কাউন্সিল অব দ্য কলেজ’ সভায় সেনাপ্রধান

এপিআই নীতিকে শীর্ষে অগ্রাধিকার দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

বাড়ল সয়াবিন তেলের দাম

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি: টিআইবি পরিচালক

চাঁদাবাজীর মামলায় ‘নওরোজ’ সম্পাদক শামসুল হক কারাগারে

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা