হোম > জাতীয়

কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন নিয়ে যা বলছে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার

অগ্নিকাণ্ডের পর কড়াইল বস্তির চিত্র। ছবি : ফেসবুক

অগ্নিকাণ্ডে ঢাকার কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক বার্তায় হাইটেক পার্ক নির্মাণের দাবি সত্য নয় বলে জানিয়েছেন।

"বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যস্ত হয়ে নিরাপত্তাহীন অসহায় পরিস্থিতিতে রয়েছে, তখন হাই-টেক পার্ক স্থাপনের আজগুবি বিষয় সামনে এনে সরকারকে বিব্রত করার এমন অপচেষ্টার নিন্দা জানাই," নিজের ফেসবুক পোস্টে লিখেছেন মি. তৈয়্যব।

তিনি আরও বলেন, "এই ধরনের প্রস্তাবনা মৌখিক ও লিখিতভাবে দিয়ে আসছেন কেউ কেউ। সংগতকারণেই সরকার এসব প্রস্তাবনা আমলে নেয়নি। বর্তমানে কড়াইল বস্তির জায়গায় যে-কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই।"

সরকার জানিয়েছে, কড়াইল বস্তিতে প্রায় ৪৩ একর জায়গা রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। যদিও তারা কখনোই জায়গাটি বুঝে পায়নি।

"গত বছরের শেষের দিকে এই বিশাল প্লটের বনানী কর্নারের যে অংশে কোনো স্লাম নাই, তার ছোট অংশে একটি সফ্‌টওয়্যার পার্ক ভবন নির্মাণের একটি কথা উঠেছিল। এর প্রেক্ষিতে আমরা কয়েকজন মানবাধিকার কর্মীর সাথে আলাপ করি। ওনাদের পরামর্শ মতে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা থেকে আইসিটি বিভাগ বিরত থাকে," বলেন মি. তৈয়্যব।

এর পরিবর্তে ঢাকার কারওয়ান বাজার এলাকায় সফ্‌টওয়্যার পার্কের নতুন একটি ভবন নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।

"আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা আমাদের নেই", বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

হাসিনার গোপন সিন্দুকে যা যা পাওয়া গেল

৪৭তম বিসিএস পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরত পরীক্ষার্থী‌দের

এয়ারবাস নিয়ে সিদ্ধান্ত বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে

হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

একসঙ্গে পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের

ঢামেক হাসপাতালে নারী কারাবন্দীর মৃত্যু

সাঁজোয়া কোরের সদস্যদের দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করতে হবে

দুই ভোট একই দিনে আয়োজনে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জ

১৩ এসপি পেলেন না কোনো জেলা