হোম > জাতীয়

জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : আমার দেশ

জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় আমরা একটা কমিটি গঠন করেছি। তারাই মূলত এটা নিয়ে কাজ করবে।

ওসমান হাদির ওপরে হামলায় জড়িত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমি মনে করি। জাতীয় নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরো বলেন, যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার, আমরা দেব।

রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

উপকূলীয় সমস্যাগুলো দ্রুত জটিল হয়ে উঠছে: পরিবেশ উপদেষ্টা

ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং অফিস

হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. আব্দুল আহাদ

রাষ্ট্রীয় সকল সুবিধায় ইমাম-খতিবদের ১০ দাবি

বিএনপি নেতা রিজভীর প্রতি যে আহ্বান সাদিক কায়েমের

মেরিন একাডেমি চট্টগ্রামের ৫৯তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড সম্পন্ন

ওসমান হাদির সুস্থতা কামনায় আমার দেশ কার্যালয়ে দোয়া