হোম > জাতীয়

তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ মাহমুদুর রহমানের

আমার দেশ অনলাইন

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, কনভেনশনাল মিলিটারিতে খরচ সীমিত করে আমাদের তরুণদের মিলিটারি প্রশিক্ষণ দেয়া উচিত। অনেকটা ইসরাইলের মতো রিজার্ভ ফোর্স হিসেবে দুই নম্বরে এদের রাখা যাবে। আমাদের যে টাকা-পয়সা আছে এটাকে ডিফেন্সিভ ডকট্রিনে খরচ করা উচিত। এ সময় অ্যারোপ্লেন ও ট্যাংক কেনার চাইতে মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে রোজ একাডেমি আয়োজিত ‘বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক কর্মশালা শেষে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করলে আমরা যদি আক্রান্ত হই সেটাকে প্রতিহত করতে পারবো। ভারত-পাকিস্তান যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন, এবারের যুদ্ধে পাকিস্তান কিন্তু আক্রমণ করে নাই। তারা প্রতিহত করেছে। কাজেই আমাদের একটা খুব ইফেক্টিভ ডিফেন্সিভ মিলিটারি ডকট্রিন দরকার বলে আমার ধারণা।

কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের আশঙ্কা আছে কি-না? -জানতে চান এক অংশগ্রহণকারী। জবাবে মাহমুদুর রহমান বলেন, এটিকে গৃহযুদ্ধ বলব না। কিন্তু ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে। অস্থিতিশীল করে তারা চাইবে তাদের পছন্দের দলকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনা কোনোদিন ফিরবে বলে আমি মনে করি না। হাসিনার টাইম ওভার। কিন্তু হাসিনা যে রাজনীতি করতেন, সেই ভারতপন্থি রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কয়েকটা বামপন্থি দল মিলে একটা মোর্চা বানিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, এই মোর্চা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতীয় পলিটিক্সটাকে ওই মোর্চার মাধ্যমে ফিরিয়ে আনা। এই চেষ্টা তারা চালিয়েছে।

কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহমুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ড. মো. বিলাল হোসাইন।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা অর্থনীতির নতুন দিগন্তের উন্মোচন: প্রধান বিচারপতি

উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন: প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ

বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনে তরুণদের মনোভাব ইতিবাচক: পরিবেশ উপদেষ্টা

দেশের ভেতরে পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে নিবন্ধন