হোম > জাতীয়

এনসিটিবি ভবনের সামনে উত্তেজনা, শ্রমিক মানববন্ধন

কর্তৃপক্ষের বিবৃতি

স্টাফ রিপোর্টার

বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে একটি শ্রমিক বিক্ষোভ ঘিরে রোববার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সকাল থেকেই এনসিটিবি ভবনের প্রধান ফটক বন্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

আন্তর্জাতিক দরপত্রের বিরুদ্ধে একটি শ্রমিক বিক্ষোভের তথ্য ছড়িয়ে পড়লে এনসিটিবি ভবনের সামনে এ উত্তেজনার সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি সঠিক নয় এবং পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

পরে বিক্ষোভ না করে রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করে শ্রমিকরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতারা পাঠ্যবই ছাপার কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান বলেন, ‘দেশের লাখ লাখ শ্রমিক বেকার, ঠিকমতো তারা খেতে পারেন না। গত বহু বছর ধরে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। আমরা আর এসব মেনে নেবো না। দেশের কাজ দেশেই রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে কি দক্ষ জনবল নেই যে নিজের দেশের কাজ বিদেশিদের দিতে হবে? দেশের শ্রমিকরা কাজ না পেয়ে অসহায় দিন পার করছেন। অথচ এদিকে বিদেশে কাজ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা এসব মানবো না।’

এনসিপির শ্রমিক উইংয়ের মুখ্য সংগঠক শিপন বলেন, ‘রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। কারণ বিভিন্ন শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আগে সংস্কার, তারপর নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে বুঝতে হবে বিদেশিদের হাতে কাজ দিয়ে আবার বড় অংক পাচার করা হবে।’

এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘শ্রমিক মরবে মানি না, বিদেশি ছাপা চাই না’, ‘দুনিয়ায় মজদুর, এক হও লড়াই করো’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিদেশি কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ নানান স্লোগান দেন।

এদিকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তাই তারা এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

রোববার এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবর যথার্থ না। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এনসিটিবি এমন সময় এই সংবাদ বিজ্ঞপ্তি দেয় যখন আন্তর্জাতিক দরপত্রের বিরোধিতা করে রোববার মতিঝিলে সংস্থাটির সামনে বিক্ষোভ হওয়ার কথা ছিল।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের