অভিষেক অনুষ্ঠানে আইন উপদেষ্টা
রোগ নির্ণয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুধু রোগীদের বিদেশমুখীতা করেনা, দেশের চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা হারায় বলে মন্তব্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, দেশের রোগীদের বিদেশি চিকিৎসার দিকে ঝুঁকছে৷ এটি কমাতে হলে দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে হবে। এক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্বপূর্ণ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, রোগীর সমস্যাকে মন দিয়ে শুনুন। অপ্রয়োজনীয় ও অযথা পরীক্ষা এবং অযথা ওষুধ ব্যবহার বন্ধ করুন। এটি শুধু রোগীর আর্থিক বোঝাই কমাবেনা, দেশের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও বাড়াবে।
চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, চিকিৎসকেরা রোগীর অর্থ ও সময় বাঁচিয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিন। রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনুন। অযথা পরীক্ষা ও ওষুধের ব্যবহার রোগীর ওপর আর্থিক বোঝা সৃষ্টির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ণ করে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, ভুল চিকিৎসার অভিযোগে কাউকে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করতে অনুরোধ করছি। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে এতে আমাদের আপত্তি নেই।
এছাড়া আমরা একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি, যাতে দেশের সব বেসরকারি হাসপাতালের তথ্য থাকবে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ২৬শ। আমরা এটি ৩ থেকে ৪ হাজারে উন্নীত করব।