হোম > জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন আরো ৪১ এমপি প্রার্থী

ইসিতে তৃতীয় দিনের শুনানি

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে সোমবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৪১ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থী। এ নিয়ে গত তিন দিনে ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে গত শনিবার প্রথম দিনে ৫১ জন, রোববার দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থিতা ফিরে পান। রোববার নিষ্পত্তি না হওয়া ময়মনসিংহ- ৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনটি সোমবার মঞ্জুর হয়।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রোববারের একটিসহ মোট ৭১টি আপিল নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে ৪১টি আপিল আবেদন মঞ্জুর করেছে ইসি। নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। আর অনিষ্পন্ন চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আবেদনটি প্রত্যাহার করে নেন। পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় আবেদনটির শুনানি হয়নি। শুনানির চতুর্থ দিনে মঙ্গলবার নির্বাচন ভবন মিলনায়তনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল যাদের আপিল মঞ্জুর হয়েছে, তাদের মধ্যে জাতীয় পার্টির তিনটি, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের একটি, গণঅধিকার পরিষদের চাড়টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি, গণফ্রন্টের দুটি, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একটি, জনতার দলের একটি, গণ অধিকার পরিষদের (জিওপি) একটি, গণফোরামের একটি, গণসংহতি আন্দোলনের একটি, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনটি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তিনটি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি, খেলাফত মজলিসের একটি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের একটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একটি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একটি, নাগরিক ঐক্যের একটি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একটি ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির একটি। প্রার্থিতা ফিরে পাওয়া অন্যরা স্বতন্ত্র (১০) ও বিভিন্ন দলের প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের (মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের) বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ সময়। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এর পর থেকে শুরু হবে নির্বাচনি প্রচার। ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

জাতীয় নির্বাচন পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত

যুক্তরাজ্যে দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত

এফএএস ফাইন্যান্সের বিরুদ্ধে দুদকের ২ মামলা

পাবনার দুই আসনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল

পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারীদের তালিকা যাচাই করবে ইসি

৩২ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার

জুলাই ঐক্যের মার্চ টু ইলেকশন কমিশন মঙ্গলবার

নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়